১৭ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন
ঢাকা: প্রায় ১৭ হাজার কোটি টাকা ব্যয়ে ১২ প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক বৈঠকে প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, আজকের একনেক বৈঠকে ১৬ হাজার ৯৭৮ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে মোট ১২ প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে সরকারি অর্থায়ন ১১ হাজার ৭২৫ কোটি ১৯ লাখ এবং প্রকল্প সাহায্য ৫ হাজার ২৪৮ কোটি ৬৯ লাখ ও নিজস্ব তহবিল ৪ কোটি ৯২ লাখ টাকা ব্যয় করা হবে।