১লা জানুয়ারী থেকে নতুন বেতন কাঠামো
আগামী বছররে ১ জানুয়ারি থকেে সরকারি চাকরজিীবীরা বকয়োসহ নতুন কাঠামো অনুযায়ী বতেন পাবনে। তবে নতুন বতেনকাঠামো চলতি বছররে ১ জুলাই থকেে র্কাযকর হব।ে চলতি মাসরে শষেরে দকিে অথবা ডসিম্বেররে প্রথম দকিে সরকারি চাকরজিীবীদরে অষ্টম বতেনকাঠামো চূড়ান্ত হবে বলে সংশ্লষ্টি সূত্রে জানা গছে।ে
সংশ্লষ্টি সূত্র জানায়, র্অথবভিাগ থকেে বতেন কমশিনরে চূড়ান্ত প্রতবিদেনটি ভটেংিয়রে জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়ছে।ে ভটেংি হয়ে আসার পর প্রয়োজনীয় প্রশাসনকি কাজ শষেে তাতে রাষ্ট্রপতরি অনুমতরি জন্য বঙ্গভবনে পাঠানো হব।ে রাষ্ট্রপতরি অনুমতি পাওয়া গলেইে সরকারি চাকরজিীবীদরে জন্য প-েস্কলে গজেটে আকারে আগামী সোমবার বা ডসিম্বেররে প্রথম সপ্তাহে প্রকাশ করা হব।ে
এ বষিয়ে র্অথমন্ত্রী আবুল মাল আবদুল মুহতি বলনে, ‘কছিু দাবরি পরপ্রিক্ষেতিে এবং প্রধানমন্ত্রীর নর্দিশেনা অনুযায়ী বতেনকাঠামোতে কছিু পরর্বিতন আনা হয়ছে।ে এতে সবার র্স্বাথ রক্ষা হব।ে চলতি মাসইে নতুন বতেনকাঠামোর গজেটে হবে বলে আশা কর।ি আমি আবার বলছ,ি নতুন বতেনকাঠামো যখনই চূড়ান্ত হোক না কনে, তা চলতি বছররে জুলাই থকেইে র্কাযকর হব।ে’
বভিন্নি পশোজীবী সংগঠনরে দাবি থাকা সত্ত্বওে নতুন বতেনকাঠামোতে ‘টাইম স্কলে’ ও ‘সলিকেশন গ্রডে’ থাকছে না। তবে এর বকিল্প হসিবেে অন্য কছিু থাকছ।ে এ ক্ষত্রেে সরকারি চাকরজিীবীদরে বছরভত্তিকি গ্রডে উন্নীতকরণ করা হব।ে বছরভত্তিকি গ্রডে উন্নীতকরণরে সময়সীমা থাকবে ১০ ও ৬ বছর। কোনো সরকারি চাকরজিীবী ১০ বছর চাকরি করার পর ১১তম বছরে তার গ্রডে স্বয়ংক্রয়িভাবে উন্নীত হব।ে এই গ্রডেরে পর আরো ৬ বছর চাকরি করলে ১৭ বছরে এসে তার আরো একবার গ্রডে পরর্বিতন হব।ে এ ক্ষত্রেে তার বতেন বৃদ্ধরি পাশাপাশি আনুষঙ্গকি সুযোগ-সুবধিাও বাড়বে বলে র্অথ মন্ত্রণালয়রে একজন র্কমর্কতা জানান।
তনিি বলনে, গজেটেে টাইম স্কলে ও সলিকেশন গ্রডে নামে কছিু থাকছে না। কন্তিু এর বপিরীতে সরকারি চাকরজিীবীদরে জন্য বশে কছিু সুযোগ-সুবধিা দওেয়ার কথা উল্লখে থাকব।ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে র্অথমন্ত্রী এই সুবধিাগুলো চূড়ান্ত করছেনে। আশা করা যাচ্ছ,ে এর ফলে চাকরজিীবীদরে টাইম স্কলে ও সলিকেশ গ্রডে না পাওয়া নয়িে আর কোনো অতৃপ্তি থাকবে না।
এ ছাড়া বশ্বিবদ্যিালয়রে শক্ষিকদরে বষিয়ে গজেটেে কছিু সুযোগ-সুবধিার কথা উল্লখে থাকবে বলে জানা গছে।ে একটি বশিষে ক্যাটাগররি সনিয়ির অধ্যাপকদরে সনিয়ির সচবিরে র্মযাদা দওেয়া হতে পারে বলে তনিি জানান। এ মাসরে প্রথম দকিে বাংলাদশে পারমাণবকি শক্তি কমশিনরে বজ্ঞিানী ও ডপ্লিোমা ইঞ্জনিয়িারদরে দুটি প্রতনিধিদিল র্অথমন্ত্রীর সঙ্গে পৃথক বঠৈক করে টাইম স্কলে ও সলিকেশন গ্রডে বহালসহ বশে কয়কেটি দাবি তুলে ধর।ে
বঠৈক শষেে র্অথমন্ত্রী বলনে, অষ্টম প-েস্কলেরে প্রজ্ঞাপন জারি হওয়ার আগে যসেব ক্যাডার সলিকেশন গ্রডে ও টাইম স্কলে পয়েছেনে, তাদরে এ সুবধিা বহাল রাখা হব।ে এটা বাতলি করা হবে না। প্রজ্ঞাপন জাররি আগে বাকি ক্যাডাররা সলিকেশন গ্রডে ও টাইম স্কলে নয়িে নতিে পারনে। তবে প্রজ্ঞাপন জাররি পর সবকছিু নতুন নয়িমে চলব।ে
তনিি বলনে, চাকরি যে গ্রডেে শুরু হয়, সটো ঠকি থাকব।ে এটা পরর্বিতন করা যাবে না। বশিষে প্রণোদনাও দওেয়া হবে না। তবে বশিষে বশিষে ক্ষত্রেে তাদরে কাজরে এবং যোগ্যতার বচিারে নতুন কী করা যায়, সে বষিয়ে ববিচেনা করা হব।ে যনিি যখোনে আছনে, তনিি সখোনইে থাকবনে। কারো র্মযাদা ক্ষুণ্ন করা হবে না।
তনিি আরো বলনে, ‘এবাররে বতেন স্কলেে সলিকেশন গ্রডে ও টাইম স্কলে থাকছে না। এটা একবোরে উঠয়িে দওেয়া হচ্ছ।ে এটার আর প্রয়োজন পড়বে না। এ জন্য কোনো প্রকার প্রভাব পড়বে না বলে আমি মনে কর।ি সলিকেশন গ্রডে ও টাইম স্কলে উঠয়িে দয়িে বকিল্প যে ব্যবস্থা নওেয়া হচ্ছ,ে তাতে সবাই খুশি হবনে। এটা আমি নশ্চিতি করে বলতে পার।ি –