শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০২ অপরাহ্ন
নোটিশ:
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। * অফিসের ঠিকানাঃ জিএস ভবন, আলতাফুন্নেসা খেলার মাঠের পশ্চিমে, শেরপুর রোড, সাতমাথা, বগুড়া। মোবাইলঃ ০১৭১১ ৪২৭৩১৬ ইমেইলঃ jonotatv.com@gmail.com * এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

জাপানী নারী হত্যার ৫ আসামী ৪দিনের রিমান্ডে

Reporter Name / ৩৩ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫

রাজধানী উত্তরায় জাপানি নারী হিরোয়ি মিয়েতার রহস্যজনক মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৫ আসামির ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার সিএমএম আদালতে তাদের হাজির করে প্রত্যেক আসামিকে ১০ দিন করে রিমান্ড চান মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার ওসি (তদন্ত) আবু বকর মিয়া। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা রানী সাহা এ রিমান্ড মঞ্জুর করেন। আসামিরা হলেন- মারুফ, রাশেদ, ফখরুল, জাকির পাটোয়ারী ও ডা. বিমল চন্দ্র শীল। মামলা সূত্রে জানা যায়, হিরোয়ী মিয়েতাকে উত্তরা ১২ নম্বর সেক্টরের খালপাড় কবরস্থানে মুসলমান পরিচয়ে দাফন করা হয়। জাপান থেকে হিরোয়ি মিয়াতার মা টেলিফোনে মেয়ের খোঁজখবর রাখতেন। ২৬ অক্টোবর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পেলে মিয়েতার মা বিষয়টি ঢাকায় জাপান দূতাবাসকে অবহিত করেন। জাপান দূতাবাসের পক্ষে ভাইস কাউন্সিলর কুসুকি মাৎসুনা উত্তরা পূর্ব থানায় ১৯ নভেম্বর একটি সাধারণ ডায়েরি করেন। তারই প্রেক্ষিতে উত্তরা পূর্ব থানায় রোববার রাতে একটি হত্যা মামলা দায়ের করেন অপারেশন অফিসার মিজানুর রহমান।


এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর