কাহালুতে ব্র্যাকের উদ্যোগে অ্যাডভোকেসী ওয়ার্কশপ অনুষ্ঠিত
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচী কাহালুর আয়োজনে বগুড়া জেলা ব্র্যাক প্রতিনিধি স্বপন কুমার মিস্ত্রি এর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা খাতুন। ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচী কাহালুর আয়োজনে জনপ্রতিনিধি, সরকারী দপ্তরের কর্মকর্তা,ইমাম, সাংবাদিক, কাজী ও সচেতন সুধী জনদের অংশ গ্রহনে, স্থানীয় সরকার উন্নয়ন বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মমতা আরজু কবিতা, ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা পল¬ী উন্নয়ন অফিসার ইমরান আলী, মহিলা বিষয়ক অফিসার লাইনুন নাজমা, কাহালু থানা প্রতিনিধি এস আই ইনামুল হক, সদর ইউপি চেয়ারম্যান পি এম বেলাল হোসেন, নারহট্ট ইউপি চেয়ারম্যান রুহুল আমিন তালুকদার বেলাল, মুরইল ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন আজাদ, কালাই ইউপি চেয়ারম্যান তৈইজ উদ্দিন কালু, কাহালু প্রেসক্লাব সভাপতি এম এ কাদের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম(সাইফ), সিনিয়র সাংবাদিক আব্দুস ছালেক তোতা,উপজেলা বিবাহ রেজিঃ সভাপতি কাজী বেলাল হোসেন,ব্র্যাক বগুড়া জেলা ব্যাবস্থাপক আর্শীষ পাল,কাহালু উপজেলা ব্র্যাক ফিল্ড অরগানাইজার জগদ্বিশ চন্দ্র সেন জামগ্রাম ইউপি সদস্য আব্দুর রহমান টুকু প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক জেলা উদ্ধর্তন ব্যবস্থাপক রাজশাহী আশরাফুল আলম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মুমিণুল ইসলাম শেরপুর উপজেলা ব্র্যাক ফিল্ড অরগানাইজার।