নন্দীগ্রামে আড়াই লাখ টাকার কীটনাশক চুরি
বগুড়া অফিসঃ বগুড়ার নন্দীগ্রামে কীটনাশক দোকানের তালা কেটে নগদ টাকাসহ মালামাল চুরির ঘটনা ঘটেছে। এঘটনায় রোববার থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বুড়ইল ইউনিয়নের দোহার গ্রামের আলহাজ্ব আবুল হোসেনের ছেলে ফরিদুল ইসলাম দীর্ঘদিন ধরে পাশ্ববর্তী ভদ্রদিঘী চারমাথা বাজারে ভাই ভাই ট্রেডার্স নামে সার, কিটনাশকের ব্যবসা করছিল। একপর্যায়ে গত শনিবার দিবাগত রাতে একদল দূর্বৃত্তরা দোকানের চারটি তালা কেটে ভিতরে প্রবেশ করে। এরপর নগদ টাকা, সারসহ সিনজেনটা কোম্পানীর বিভিন্ন প্রকারের ঔষধ চুরি করে নিয়ে যায়। কিটনাশক ব্যবসায়ী ফরিদুল ইসলাম জানান, কেবা কাহারা দোকানের তালা কেটে আমার প্রায় ২লাখ ২১হাজার ৮শ’ টাকার মালামাল চুরি করেছে।