রৌমারীতে ৮ জামায়াতকর্মী গ্রেপ্তার
সাখাওয়াত হোসেন সাখা: কুড়িগ্রামের রৌমারীতে নাশকতা সৃষ্টি করতে পারে এমন আশঙ্কায় ৮ জামায়াতকর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা মহিলা কলেজ রোডে একটি বাড়িতে বসে এক সঙ্গে নাশকতার ছক বা বৈঠক করছিল। ঠিক ওই সময়ে গতকাল সন্ধ্যায় রৌমারী থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আজ শুক্রবার আদালতে প্রেরণ করে। গ্রেপ্তারকৃতরা হলেন: শামসুল আলম (৩২), খোরশেদ আলম (৩৫), ছাবেদ আলী (৩৭), কামরুজ্জামান (২৭), সাইফুল ইসলাম (৪২), নুরুল ইসলাম (২৭), মুক্তার হোসেন (৪২), মাহিদুল ইসলাম (৪০)। এদের মধ্যে ৪ জনের বাড়ি রৌমারী, দুইজনের বাড়ি ঢাকা আর একজনের বাড়ি রাজীবপুরে। রৌমারী থানার ওসি সাজেদুল ইসলাম জানান, তারা জামায়াতকর্মী। তারা একত্রে বৈঠক করে বড় ধরণের নাশকতার পরিকল্পনা করছিল। কিন্তু পুলিশ বিষয়টি টের পেয়ে তাদেরকে হাতেনাতে গ্রেপ্তার করে।