শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৩ অপরাহ্ন
নোটিশ:
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। * অফিসের ঠিকানাঃ জিএস ভবন, আলতাফুন্নেসা খেলার মাঠের পশ্চিমে, শেরপুর রোড, সাতমাথা, বগুড়া। মোবাইলঃ ০১৭১১ ৪২৭৩১৬ ইমেইলঃ jonotatv.com@gmail.com * এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

১৭ জেএমবি’র ১০ বছর করে কারাদন্ড

Reporter Name / ২২ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০১৫

ডেস্ক : ২০০৫ সালে ১৭ আগস্ট গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সিরিজ বোমা হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) ১৭ সদস্যের প্রত্যেককে ১০ বছর করে কারাদ- দিয়েছেন ট্রাইব্যুনাল। গতকাল সোমবার দুপুরে ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবদুর রহমান সরদার এ রায় ঘোষণা করেন। বিস্ফোরক দ্রব্য আইনে আসামিদের ১০ বছর কারাদন্ডের পাশাপাশি ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও এক বছর কারাদন্ডের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
দন্ড পাওয়া আসামিরা হলেন, রোকনুজ্জামান ওরফে রোকন, মামুনুর রশিদ ওরফে মামুন, আরিফুর রহমান আরিফ ওরফে হাসিব ওরফে আকাশ, নিজাম উদ্দিন ওরফে রেজা, আসাদ ওরফে জাহাঙ্গীর, দুরুল হুদা ওরফে হাসান, মাহবুবুল আলম ওরফে মাহবুব, জহিরুল ইসলাম ওরফে জহির, আদম, কাওছার, রাসেল, আবদুল কাফি, এমএ সিদ্দিক বাবলু, ওমর ফারুক, রানা ওরফে আবদুস সাত্তার, মাসুম ওরফে আবদুর রউফ এবং রায়হান ওরফে ওবায়েদ। দন্ডিতদের মধ্যে প্রথম ১০ জন কারাগারে এবং অপর সাতজন পলাতক রয়েছেন।
অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত না হওয়ায় ৪ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
২০০৫ সালে ১৭ আগস্ট সারাদেশে সিরিজ বোমা হামলার অংশ হিসেবে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়েও বোমা হামলা চালায় জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)।
ওই ঘটনায় ২০১২ সালের ২ ফেব্রুয়ারি গাজীপুরের আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। পরে ২০১২ সালে দ্রুত নিষ্পত্তির জন্য ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয় মামলাটি।


এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর