শিরোনাম :
নোটিশ:
জয়পুরহাটের র্গালস ক্যাডেট কলেজ র্শীষে।
জয়পুরহাট প্রতিনিধি ঃ ২০১৫সালের এইচ এসসি পরীক্ষায় জয়পুরহাট র্গালস ক্যাডেট কলেজের মোট ৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৪ জননি জিপিএ-৫ পেয়ে জেলায় র্শীষস্থান অর্জন করেছে।
ক্যাডেট কলেজ সুত্র জানাগেছে জলেজের এ সাফল্য বিগত কয়েক বছর ধরে অর্জিত ধারাবাহিক সাফল্যেই অংশ। ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সঠিক দিক নির্দেশনা এবং জলেজের অধ্যক্ষ এস এম অহিদুজ্জামানের সুযোগ্য নেতৃত্ব ও তত্ত্বাবধানে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ এ র্ঈষনীয় সাফল্য অর্জনে সক্ষম হয়েছে।
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর