চীনে টাইফুন সুডেলরের আঘাতে প্রাণহানির সংখ্যা ১৭
ইন্টারন্যাশনাল ডেস্ক : চীনে টাইফুন সুডেলরের আঘাতে প্রাণহানির সংখ্যা বেড়ে হয়েছে ১৭। নিখোঁজ রয়েছেন আরো ৫ জন।
ফুজিয়ান ডেইলির খবরে বলা হয়েছে, পূর্বাঞ্চলের ফুজিয়ান প্রদেশের নিংদে এলাকায় ভূমিধসে তিন জনের প্রাণহানি হয়েছে। এছাড়া বন্যায় আরো একজন ভেসে গেছে। তাকে এখনও খুঁজে পাওয়া যায়নি।
এর আগে স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সরকারি সংবাদ সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, পার্শ্ববর্তী ঝেজিয়াং প্রদেশে ১৪ জনের প্রাণহানি ও চার জন নিখোঁজ রয়েছেন। নিহত ও নিখোঁজরা বন্যার পানিতে ভেসে গেছেন অথবা ভেঙে পড়া বাড়িঘরের নিচে চাপা পড়ে রয়েছে। টাইফুনের কারণে দুটি প্রদেশে ৮শ’ কোটি ইউয়ান (১৩১ কোটি ডলারের) আর্থিক ক্ষতি হয়েছে।
গত শনিবার রাতে চীনের ফুজিয়ানে ঘন্টায় ২৩০ কি.মি. বেগে টাইফুন সুডেলর আছড়ে পড়ে। এরপর এটি দুর্বল হয়ে যায়। এর আগে এটি তাইওয়ানে আঘাত হানে। এতে সেখানে ছয় জনের প্রাণহানি হয়। সুডেলর দুর্বল হয়ে পড়ায় চীনের আবহাওয়া প্রশাসন সোমবার টাইফুন সতর্কতা তুলে নিয়েছে। সুডেলর এখন আরো স্থলভাগের দিকে অগ্রসর হচ্ছে।