৩০ বোতল ফেন্সিডিল ১ টি মোবাইল ফোনসহ গ্রেফতার-১
বগুড়া সংবাদ দাতা : ৮ আগষ্ট/১৫ তারিখ আনুমানিক আড়াইটার সময় র্যাব-১২, স্পেশাল কোম্পানী, বগুড়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এবং স্কোয়াড কমান্ডার এর নেতৃত্বে নিয়মিত টহল দল টহল পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলার সদর থানাধীন বৈড়া বটতলা দ্বিতীয় বাইপাস মোড়ে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনাকালে শাহাবুদ্দিন(৩২), পিতা-মোঃ সাদেক আলী চৌকিদার, সাং-গয়গড়, থানা-পালং, জেলা-শরীয়তপুরকে ৩০ বোতল ফেন্সিডিল এবং ০১টি স্যামফোনি মোবাইল ফোনসহ হাতে নাতে গ্রেফতার করে র্যাব। ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে ফেন্সিডিলসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য বিক্রয় করে আসছিল। এ ব্যাপারে মালামাল ও আসামীদের বগুড়া জেলার সদর থানায় হস্তান্তর পূর্বক অভিযোগ দায়ের করা হয়েছে।