বগুড়ার মোকামতলায় ৭৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১
মোকামতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার মোকামতলায় ৭৫ কেজি গাজাসহ লালন (২৭) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ। পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই শামীম আকতার জানান, আনুমানিক সন্ধ্যা ৬ টার সময় চন্ডিহারা অমরাপুরি পার্কের সামনে চেকপোস্ট বসিয়ে গাড়ি চেক করার সময় প্রাণ ফ্রুটো কোম্পানীর স্টিকার সংযুক্ত একটি কার্ভাড ভ্যান (ঢাকা মেট্রো-ন- ১৮-২৯১৮) দ্রুত গতিতে পালিয়ে যায়। পরে ধাওয়া করে হাতিবান্ধা পুলিশ বক্সের সামনে ব্যরিকেড দিয়ে আটক করা হয়।এ সময় গাড়িতে থাকা ৭ বস্তা গাঁজাসহ চালককে গ্রেপ্তার করা হয় ও পিকআপটি আটক করা হয়। এ সময় পুকুর সাতরিয়ে একজন পালিয়ে যায়।
আটককৃত লালন রাজশাহীর চারঘাট থানার সাদীপুর গ্রামের মো: আব্দুল হান্নানের পুত্র। অভিযানে আরো অংশ নেন এএসআই শহীদুল্লাহ, কন্সটেবল আউয়াল, প্রমুখ।