বগুড়ার নবাব প্যালেস রক্ষার দাবীতে বিশাল মানববন্ধন পালিত
বগুড়া সংবাদ দাতা : সাংস্কৃতিক ঐতিহ্য সমৃদ্ধ বগুড়াকে সার্ক দেশ সমূহের সাংস্কৃতিক রাজধানী ঘোষনার দাবী এবং বগুড়ার প্রাচীন ঐতিহ্য নবাব প্যালেস বিক্রির ষড়যন্ত্রের প্রতিবাদে বগুড়া ঐতিহ্য সংরক্ষণ কমিটির আহ্বানে রোববার বেলা ১১টায় শহরের ঐতিহাসিক সাতমাথায় বিশাল মানববন্ধন পালিত হয়।
সাংবাদিক মমিনুর রশিদ সাইনের সভাপতি¦তে এবং ভ্রমণ সঙ্গী পত্রিকার উপ-সম্পাদক, বগুড়া ঐতিহ্য সংরক্ষণ কমিটির সদস্য সচিব সৈয়দ সোহেল আহমদ লিটনের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রেজাঊল হাসান রানু।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারি মহাসচিব মীর্জা সেলিম রেজা ও সরকারী মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সাংবাদিক আবুল কালাম আজাদ, গাজী শায়লা ইসলাম মুক্তা, বগুড়া লেখক চক্রের সাধারন সম্পাদক আমির খসরু সেলিম, সাংবাদিক আবুল কাসেম আমিন, জাগো ফাঊন্ডেশন বগুড়া’র আহবায়ক ডাঃ ফাহাদ ওবায়েদুল্লাহ।
মানববন্ধনে একাত্বতা ঘোষনা করে বক্তব্য রাখেন জাতীয় জাগরন আন্দোলনের আহ্বায়ক, বিশিষ্ট ইতিহাসবিদ, সাংবাদিক আব্দুর রহিম বগ্রা। এছাড়া ঐতিহ্য সংরক্ষণ কমিটির সদস্য প্রকৌশলী মাহমুদুর হাসান, এ্যাড. শামীম, হান্নান সরকার, সাংবাদিক সুমন সরদারসহ বগুড়ার বিভিন্ন শ্রেনী-পেশার বিপুল সংখ্যক মানুষ মানববন্ধনে অংশগ্রহন করেন।