শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩১ অপরাহ্ন
নোটিশ:
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। * অফিসের ঠিকানাঃ জিএস ভবন, আলতাফুন্নেসা খেলার মাঠের পশ্চিমে, শেরপুর রোড, সাতমাথা, বগুড়া। মোবাইলঃ ০১৭১১ ৪২৭৩১৬ ইমেইলঃ jonotatv.com@gmail.com * এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ক্রিকেট- টেস্ট র‌্যাংকিং -এ ছয় ধাপ উপরে উঠেছেন জুবায়ের হোসেন

Reporter Name / ৩২ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০১৫

স্পোর্টস : আইসিসি টেস্ট র‌্যাংকিং-এ বোলারদের তালিকায় ছয় ধাপ উপরে উঠেছেন বাংলাদেশের লেগ-স্পিনার জুবায়ের হোসেনে। র‌্যাংকিং-এ ৫৯তম স্থানে থেকে সদ্য শেষ হওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করেন জুবায়ের। দুই ম্যাচের টেস্ট সিরিজে ২ ম্যাচে ৩ উইকেট শিকার করেন তিনি। ফলে সিরিজ শেষে ৫৩তম স্থানে উঠে এসেছেন জুবায়ের।
এছাড়া বাংলাদেশের মধ্যে র‌্যাংকিং-এ শীর্ষ দুইয়ে থাকা সাকিব আল হাসান ও তাইজুল ইসলামের অবনতি হয়েছে। ১৫তম স্থানে থেকে সিরিজ শুরু করা সাকিব নেমে গেছেন ১৭তম স্থানে। আর ৪০তম স্থান থেকে ৩ ধাপ পিছিয়েছেন তাইজুল ইসলাম। উন্নতি হয়েছে অফ-স্পিনার মাহমুদুল্লাহ রিয়াদের। ৬৩তম স্থান থেকে ৬০তম স্থানে উঠে এসেছেন রিয়াদ।
আইসিসি টেস্ট র‌্যাংকিং(বাংলাদেশের সেরা পাঁচ বোলার) :
বর্তমান র্যাংকিং পূর্বের র‌্যাংকিং বর্তমান রেটিং পূর্বের রেটিং খেলোয়াড়
১৭ ১৫ ৬১৪ ৬১৯ সাকিব আল হাসান
৪৩ ৪০ ৩৭৫ ৩৮১ তাইজুল ইসলাম
৫৩ ৫৯ ৩১৩ ২৭৮ জুবায়ের হোসেন
৬০ ৬৩ ২৭৯ ২৬৩ মাহমুদুল্লাহ রিয়াদ
৬৪ ৬০ ২৬৮ ২৭৩ শাহাদাত হোসেন।


এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর