বগুড়া সিএনজি মালিক শ্রমিক ঐক্যজোট এর আয়োজনে শহরে মানববন্ধন কর্মসুচী পালন করে
সোমবার ০৩-০৮-১৫ বগুড়া জেলা সিএনজি মালিক শ্রমিক ঐক্যজোটের আয়োজনে মহাসড়কে সিএনজি পুনরায় চলাচলের দাবীতে শহরের দাবীতে শহরের প্রানকেন্দ্র সাতমাথায় মানববন্ধন কর্মসুচী পালন করে। সকাল ১১টায় বগুড়া শহরের খোকন র্পাকে সিএনজি মালিক শ্রমিক সমবেত হয়। পরে সাতমাথায় মানববন্ধন কর্মসুচী পালন করে। মানববন্ধন চলাকালে শহরে ত্রীব যানযট সৃষ্টি হয়। বগুড়া পুলিশ যানযট নিরসনে হিমসিম খেতে হয় বগুড়া জেলা সিএনজি মালিক সমিতির সভাপতি আসাদুর রহমান দুলু জানান আমরা আগামীকাল বগুড়া জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান করবো , এরপর কোন কাজ রা হলে আমরা বৃহত্তর আন্দোলন এর কর্মসুচী দিব।সিএনজি মালিক সমিতির এক নেতা জানায় এই মানববন্ধনে প্রায় ৩০ হাজার লোকের সমাগম হয়।