বগুড়ার শাজাহানপুরে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত
, (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার শাজাহানপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৫ ইং এর সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা সভা কক্ষে এই পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রিভা চাকমার সভাপতিত্বে পুরস্কার বিতরন পূর্বক অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বাদল সরকার।
উপজেলা মৎস্য অফিসার ফেরদৌস আলীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর আকতার, শাজাহানপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জিয়াউর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাঝিড়া আড়ৎ বহুমুখী মৎস্য সমবায় সমিতির সহ সভাপতি মোখলেছুর রহমান মুনসুর, এমআর মৎস্য হ্যাচারী সত্তাধিকারী মহিবুর রহমান মজনু, মৎস্য ব্যবসায়ী শ্রী নিত্যনন্দ দাস, মৎস্য চাষী মনোয়ার হোসেন প্রমুখ।
এ সময় উপজেলা কর্মকর্তা, সাংবাদিক, মৎস্য চাষী ও মৎস্যজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে উপজেলার শ্রেষ্ঠ ৪ মৎস্যজীবি সংগঠন ও ব্যক্তিকে সম্মাননা স্বারক প্রদান করা হয়। পুরস্কৃতরা হলো উপজেলার মাঝিড়া আড়ৎ বহুমুখী মৎস্য সমবায় সমিতি, এমআর মৎস্য হ্যাচারী, সফল পোনা সরবরাহকারী শ্রী নিত্যনন্দ দাস, মৎস্য চাষী মনোয়ার হোসেন।