শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩২ অপরাহ্ন
নোটিশ:
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। * অফিসের ঠিকানাঃ জিএস ভবন, আলতাফুন্নেসা খেলার মাঠের পশ্চিমে, শেরপুর রোড, সাতমাথা, বগুড়া। মোবাইলঃ ০১৭১১ ৪২৭৩১৬ ইমেইলঃ jonotatv.com@gmail.com * এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

বাঁদরের দল খেয়ে ফেলেছে ভারতের ওয়াই ফাই প্রকল্প

Reporter Name / ২৭ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০১৫

প্রভাষক মোস্তফা কামাল : ভারতের  সুপ্রাচীন শহর বানারসীতে বাঁদরের দল ইন্টারনেট পরীক্ষার জন্য বসানো ফাইবার অপটিক কেবল  খেয়ে ফেলেছে যার ফলে বন্ধ হতে বসছেে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাধের ওয়াই ফাই প্রকল্প।  বেনারসে  মোদীর নির্বাচনী এলাকা। সেখানকার গঙ্গার ঘাটগুলোর পযর্রকদের কাছে আরও র্আকষণীয় করে তোলার জন্য কয়েক মাস আগে সেখানে ওয়াই ফাই প্রযুক্তিতে ইন্টারনেট পরীক্ষা দেয়া  শুরু হয়। এজন্য বসানো হয়েছিল ফাইবার অপটিক  কেবল।

শহররে টেলিযোগাযোগ সংস্থার প্রকৌশলী এ পি শ্রীবাস্তব বলেছেন“ওই প্রাচীণ মন্দীর শহরে বাঁদরের দল বারে বারে সেই তার খেয়ে ফেলে ফলে বন্ধ হয়ে যাচ্ছে ওয়াই ফাই।“ কাশির বিশ্বনাথ মন্দীর বা  অন্যান্য মন্দীরে  পুজো দিতে যাওয়া  মানুষ জনের  বাদরের বাদরামী  অভিজ্ঞতা বেশীর ভাগ সময়েই  সুখকর হয়না অনেকেই চড় থাপ্পোর  খেয়েছেন, এক মন্দীর থেকে অন্য মন্দীরে প্রসাদ নেওয়ার সময় বাদরগুলি খাবার গুলি ছিনিয়ে নেয়। এবার তাদের খাবার স্বাদ বদলাতে খেয়ে ফেলেছে ফাইবার অপটিকস এর তার  ফলে বিঘ্নিত হচ্ছে ভারতের ওয়াই ফাই প্রকল্প।


এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর