ভারতীয় হাইকমিশনে জামায়াত নেতৃবৃন্দ
জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান আজ বৃহস্পতিবার দুপুর পৌনে একটায় ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনে গমন করেন এবং ভারতের সাবেক রাষ্ট্রপতি ও প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী এ.পি.জে আবদুল কালামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ভারতীয় হাইকমিশনে রক্ষিত শোক বইতে স্বাক্ষর করেন।
তিনি বলেন, “ভারতের সাবেক রাষ্ট্রপতি ও প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী এ.পি.জে আবদুল কালামের মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি ও তার রূহের মাগফিরাত কামনা করছি এবং তার আত্মীয়-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তার মৃত্যুতে উপ-মহাদেশের মানুষ একজন প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী ও রাজনীতিবিদকে হারালো।”
শোক বইতে স্বাক্ষরের সময়ে ভারতীয় হাইকমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এ সময় অধ্যাপক মুজিবুর রহমানের সাথে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও প্রচার বিভাগের সহকারী সেক্রেটারী জনাব মতিউর রহমান আকন্দ।