পলাশবাড়ীতে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য আজাদুল গ্রেফতার
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য এজাদুল ওরফে আজাদুল (৫০) পুলিশ গ্রেফতার করেছে। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ গত বুধবার রাতে তার নিজ বাড়ী তাকে গ্রেফতার করা হয়। ডাকাত আজাদুল উপজেলার মহদীপুর ইউনিয়নের বড় গোবিন্দপুর গ্রামের আজিজার রহমানের পুত্র। থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানান, দুর্ধর্ষ ডাকাত আজাদুল আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ছাড়াও তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মামলা রয়েছে। আজাদুলকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।