সিনেমা দেখে কাঁদলেন আমির খান
বিনোদন : পর্দায় সিনেমা দেখে এতোদিন কেঁদেছেন দর্শক। আর এবার সেই কান্না কাঁদলেন বলিউড সুপার স্টার আমির খান! সম্প্রতি তিনি সালমান খান অভিনীত ‘বাজরাঙ্গি ভাইজান’ দেখে অঝরে কেঁদেছেন।সালমান-করিনা অভিনীত এই কমেডি-ড্রামা সিনেমা নিয়ে পিকের অভিনেতা আমির খান টুইটারে লিখেছেন, ‘এই মাত্র বাজরাঙ্গি ভাইজান দেখলাম। অসাধারণ। এটাই সালমানের সেরা ছবি।’এক মূক পাক কিশোরীকে তার দেশে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব নেয় বাজরাঙ্গি ভাইজান সালমান খান। ভগবান হনুমানের এই ভক্তের ভূমিকায় নজরকাড়া অভিনয় করেছেন তিনি।তা ছাড়া আমির এ সিনেমার চিত্রনাট্যেরও প্রশংসা করেছেন। বাহবা জানিয়েছেন পরিচালক কবির খানকে। সিনেমায় মূক পাক কিশোরীর ভূমিকায় হর্ষালি মালহোত্রার অভিনয়েও মুগ্ধ বলে জানিয়েছেন আমির খান।