বরিশালে মাদ্রাসা ছাত্রীকে গণধর্ষণ
বরিশাল প্রতিনিধি : জেলার উজিরপুর উপজেলার তাঁরাবাড়ি গ্রামের খালা বাড়িতে বেড়াতে এসে রবিবার বিকেলে অস্টম শ্রেনীতে পড়–য়া এক মাদ্রাসা ছাত্রী (১৫) গণধর্ষণের শিকার হয়েছে। পুলিশ মুর্মুর্ষ অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করেছেন।
উজিরপুর থানার ওসি মো. নুরুল ইসলাম-পিপিএম জানান, ধর্ষিতা ছাত্রীর মা তার এক বছর বয়সে মারা যান। পরবর্তীতে তার বাবা বাবুগঞ্জ উপজেলার রমজানকাঠী গ্রামের জাহাঙ্গীর হাওলাদার দ্বিতীয় বিয়ে করে অন্যত্র চলে যায়। সেই থেকে ওই ছাত্রী উজিরপুরের মুঙ্গাকাঠী গ্রামের নানাবাড়িতে বড় হয়। তিনি আরও জানান, রবিবার সকালে নানাবাড়ি থেকে ওই ছাত্রী একই উপজেলার তাঁরাবাড়ি গ্রামের তার খালা বাড়িতে বেড়াতে যায়। সন্ধ্যায় তার খালা মাসুদা বেগম জ্ঞানশূণ্য অবস্থায় ওই ছাত্রীকে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। ওসি আরও জানান, প্রচন্ড রক্তক্ষরণ হওয়ায় ধর্ষণের শিকার ওই ছাত্রীকে চিকিৎসকেরা বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। খবর পেয়ে তিনি হাসপাতালে পৌঁছে মুর্মুর্ষ অবস্থায় ধর্ষিতাকে পুলিশ ভ্যানে করে শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। শেবাচিমের কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন ধর্ষিতার অবস্থা আশঙ্কাজনক। সে (ধর্ষিতা) সুস্থ্য হওয়ার পরই বিষয়টি সম্পর্কে জানা যাবে। প্রাথমিকভাবে তিনি বিষয়টি গণধর্ষণ বলে ধারনা করছেন। তার পরেও পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছেন বলেও ওসি উল্লেখ করেন।