বগুড়ায় ৮৪ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার-১
বগুড়া প্রতিনিধি ঃ গত ১৮ জুলাই ২০১৫ তারিখ আনুমানিক ৩ ঘটিকায় র্যাব-১২, স্পেশাল কোম্পানী, বগুড়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এর নেতৃত্বে নিয়মিত টহল দল টহল পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলার সদর থানাধীন নিশিন্দারা পশ্চিমপাড়া আসামীর বসত বাড়ীতে অভিযান পরিচালনাকালে ধৃত মোঃ ইউসুফ আলী(৫০), পিতা-মৃত আব্দুল জব্বার প্রামানিক, অপর পলাতক ব্যক্তি মোঃ আবু সাইদ(১৮), পিতা-মোঃ ইউসুফ আলী, উভয় সাং-নিশিন্দারা পশ্চিমপাড়া, থানা ও জেলা-বগুড়া। উল্লেখ্য মোঃ ইউসুফ আলীকে ৮৪ বোতল ফেন্সিডিলসহ হাতে নাতে গ্রেফতার করা হয় এবং অপর আসামী পালিয়ে যায়। ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে ফেন্সিডিলসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য বিক্রয় করে আসছিল। এ ব্যপারে মালামাল ও আসামী বগুড়া জেলার সদর থানায় হস্তান্তর পূর্বক মামলা দায়ের করা হয়েছে।