দেশের কল্যাণে শিক্ষকদের আতœত্যাগ করতে হবে- এমপি হাবিব
শেরপুর (বগুড়া) প্রতিনিধ : বগুড়া-৫ আসনে জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব হাবিবর রহমান বলেছেন, দেশের কল্যাণে শিক্ষকদের আত্মত্যাগ করতে হবে। বর্তমান সরকার শিক্ষকদের উন্নয়নে নানামুখী পদক্ষেপ নিয়েছে। শিক্ষাব্যবস্থার উন্নয়নে বিনামুল্যে বই বিতরণ সহ নানা কর্মসুচী নিয়েছে। শিক্ষকদের এইসব জনকল্যানমুখী কর্মসুচী সফল ভাবে পালন করে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে।
বৃহস্পতিবার বিকালে শেরপুর পৌরসভা সরকারী প্রাথমিক বিদ্যালয় হলরুমে বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথা বলেন। আব্দুল মোমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বগুড়া জেলা শিক্ষা কর্মকর্তা মো: হোসেন আলী, সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা মো:রেজোয়ান হোসেন, বিশ্বজিত কুমার সাহা, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল কাউয়ুম, সংগঠনের সাবেক সভাপতি ইফতেখার আলম দুলাল, সহকারী শিক্ষা কর্মকর্তা নুরুল হুদা, সংগঠনের সদস্য সচিব টিএম নুরুল আলম, কেএম বারী,সোহেল,গোলাম কাউয়ুম, আলহাজ্ব শামীম,মোস্তাফিজার রহমান প্রমুখ।