পলাশবাড়ীতে উপজেলা ব্যবসায়ী যুব উন্নয়ন সমিতির উদ্যোগে চিনি-সেমাই বিতরণ
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধারপলাশবাড়ীতে আসন্ন পবিত্র ইদুল ফিতর উপলক্ষে উপজেলা ব্যবসায়ী যুব উন্নয়ন সমিতি (তালিকা ভুক্তি নং-২২২)’র উদ্যোগে নিজস্ব তহবিল থেকে গরীব অসহায় দুস্থ্য এমন ৭০টি পরিবারের মাঝে চিনি-সেমাই বিতরন করা হয়েছে। উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর সহযোগিতায় গতকাল মঙ্গলবার সকালে জামালপুর মৌজাস্থ উপজেলা ব্যবসায়ী যুব উন্নয়ন সমিতির সভাপতি মীর শহীদ প্রধান প্রামানিক এর সভাপতিত্বে চিনি-সেমাই বিতরনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলার সদর ইউনিয়নের চেয়াম্যান মো.হাবিবুর রহমান ইসলাম। এ সময় উপজেলা ব্যবসায়ী যুব উন্নয়ন সমিতির সহ-সভাপতি আঃ ছাত্তার প্রামানিক,সাধারন সম্পাদক মোকলেছুর প্রামানিক,সদস্য আলী একরাম,বাদশা মিয়া,আঃ রহমানছাড়াও যুব উন্নয়ন অধিদপ্তর সিএস আরিফ আলী সরকার, ফজলুল করিমসহ সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিতরন শেষে অত্র কার্যালয়ের একটি সাইনবোর্ড উত্তোলন করা হয়।গোবিন্দগঞ্জের স্বামীর নির্যাতনে সুমির মৃত্যু