ধামইরহাটে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা,ঘাতক স্বামী আটক
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এলাকাবাসীর সহায়তা থানা পুলিশ ঘাতক স্বামীকে আটক করেছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। থানায় এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার অর্জনপুর গ্রামের হরিচরণ রবিদাস (৬৫) ও তার নিঃসন্ত্রান স্ত্রী মালতি রবিদাস (৫৫) প্রতিদিনের ন্যায় গত সোমবার রাতের খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ে। রাত আনুমানিক আড়াই দিকে স্বামী-স্ত্রীর মাঝে এনজিও থেকে উঠানো টাকার লেনদেন কে কেন্দ্র করে উভয়ের মাঝে বাকবিতন্ডা শুরু হয়। পরে তা মারামারিতে রুপ নেয়। দু’জনের মধ্যে ধাক্কাধাক্কির এক পর্যায়ে স্বামী হরিচরণ রবিদাস তার স্ত্রী মালতির দু’হাত পা বেঁধে গলায় শ্বাসরোধ করে হত্যা করে। ঘটনাস্থলে মালতির মৃত্যু ঘটে। পরে এলাকাবাসীর সহায়তায় থানা পুলিশ ঘাতক স্বামীকে আটক করে। এব্যাপারে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মীর্জা আব্দুস সালাম বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে ঘাতক স্বামী হরিচরণ রবিদাসকে আটক থানায় নিয়ে আসা হয়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে। পতœীতলা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ইয়াছিন আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত মালতির ভাই শ্রী দিলিপ রবিদাস বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। মামলা নং-১৬,তারিখ-১৪/০৭/১৫ ইং।