ঘোড়াঘাটে সড়ক ডাকাতি ও ছিনতাইকারীদের দৌরাত্ব বেড়েছে,৪ ছিনতাইকারীকে গ্রেফতার
ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধিঃ ঘোড়াঘাটে সড়ক ডাকাতি ও ছিনতাইকারীদের দৌরাত্ব বেড়েছে। প্রতিনিয়িত ছিনতাই ও সড়ক ডাকাতীর ঘটনা ঘটছে। ঘোড়াঘাট উপজেলার কানাগাড়ী-বলগাড়ী সড়কে গন ডাকাতির পর মঙ্গলবার ভোরে ঘোড়াঘাট-কামদিয়া সড়কে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ৬জন ছিনতাইকারী এক যুবকের নগদ ১০ হাজার টাকা ও ১টি মোবাইল ফোন ছিনতাই করেছে। ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার সময় জনতা ধাওয়া করে ৪ ছিনতাইকারীকে আটক করে ঘোড়াঘাট থানা পুলিশে সোপর্দ করেছে। ছিনতাইকবলীত যুবক ঘোড়াঘাট উপজেলার খোদাদপুর গ্রামের মৃত তজিমুদ্দিনের পুত্র আফসার উদ্দিন জানান, সে সোমবার দিবাগত রাতে ঢাকা থেকে রেখা নৈশ্য কোচ যোগে ঘোড়াঘাট ৪ মাথায় নেমে জনৈক সেকেন্দার আলীর রিক্সা যোগে ঘোড়াঘাট কামদিয়া সড়কে বাড়ী ফেরার পথে মহুয়াবাগ মাজারের সামনে পৌছিলে অস্ত্রের মুখে ৬ জন ছিনতাইকারী রিক্সার গতি রোধ করে। ওই যুবক ছিনতাইকারীদের উপস্থিতি টের পেয়ে দৌড়িয়ে পালানোর সময় ছিনতাইকারীরা ধাওয়া করে তাকে ধরে ফেলে।তারা তাকে ও রিক্সাচালককে মারপিট করে তার নিকট থেকে ১০হাজার ৭০ টাকা, একটি মোবাইল সেট ও একটি কাপড়ের ব্যাগ ছিনতাই করে নেয়। রিক্সাচালক ঘটনাস্থল থেকে দ্রুত চারমাথা বাসষ্ট্যান্ডে এসে স্থানীয় লোকজনকে জানালে তারা তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে ধাওয়া করে ৪ জন ছিনতাইকারীকে আটক করে ঘোড়াঘাট থানায় সংবাদ দিলে থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুজ্জামান চৌধুরীর নেতৃত্বে এস আই দুলাল হক, এস আই সাইফুল্ল্যাহ, এস আই মাহিদুল ইসলাম, এস আই রাজু আহম্মেদ সংঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থাল গিয়ে ৪জন ছিনতাই কারীকে আটক করে। পুলিশ এসময় আটককৃতদের নিকট থেকে ছিনতাইকৃত টাকা, মোবাইল সেট ও কাপড়ের ব্যাগ উদ্ধার করে। অপর ছিনতাই কারী এস,কে বাজারের সাহানুরের পুত্র হাসান (২৫) পালিয়ে যায়। এ ব্যাপারে অপরাধ দমন আইনে ৫ জনের বিরুদ্ধে মামলা রজু করা হয়েছ্ েআটককৃতরা হল ঘোড়াঘাট পৌর এলাকার কাদিমনগরের মাহবুবের পুত্র হুমায়ন কবির সাগর (বুলেট),পশ্চিম নয়াপাড়ার শফিউলের পুত্র জাহাঙ্গীর আলম (২৪) ,জমিলাপুরের জাহাঙ্গীরের পুত্র মেহেদেী হাসান (২১)ও নয়াপাড়ার আঃ ওয়াহেদের পুত্র আঃ মান্নন (মান্না)(২৩)।