সোনাতলা মুক্তিযোদ্ধা সেবা সংস্থার উদ্যোগে সেলাই মেশিন ও ঈদ সামগ্রী বিতরণ
সোনাতলা বগুড়া প্রতিনিধিঃ শুক্রবার সোনাতলা মুক্তিযোদ্ধা সেবা সংস্থার উদ্যোগে সোনাতলা রেলওয়ে কার্যালয় থেকে দুঃস্থ গরীব অসহায় অসচ্ছল মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন, ও সেমাই,চিনি, দুধ,মসলা বিতরন করা হয় । ওই সেবা সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মকছুদার রহমান খাঁন, এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত, থেকে সেলাই মেশিন ও ঈদ সামগ্রী বিতরন করেন ও বক্তব্য রাখেন ,উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউল করিম শ্যাম্পো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম বুলু, গৌতম চন্দ্র মদখ,গাইবান্ধা সহকারী ইউনিট কমান্ডার ইমতাজ আলী,আফতাব হোসেন। অনুষ্ঠানের শুরুতে সকল বীর শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন বীরমুক্তিযোদ্ধা শাহাজুল ইসলাম গাজী। অনুষ্ঠান শেষে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।