শেরপুরে ুদ্র নৃ গোষ্ঠীর মাঝে সিএনজি অটোরিক্সা বিতরণ
শেরপুর (বগুড়া) প্রতিনিধি : মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতায় ুদ্র নৃ গোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন ও আয়বর্ধনমুলক কর্মকান্ডের অংশ হিসাবে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় বগুড়ার শেরপুর উপজেলা পরিষদে ুদ্র নৃ গোষ্ঠীর মাঝে তিনটি সিএনজি অটোরিক্সা বিতরণ করা হয়েছে।
এতে সমিতির নেতৃবৃন্দের হাতে চাবি তুলে দেন বগুড়া-৫ আসনের সরকার দলীয় সংসদ সদস্য আলহাজ্ব হাবিবর রহমান। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএস সরোয়ার জাহান, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব দবিবুর রহমান, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো: ফিরুজুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বেগম সালমা ইসলাম শেফা, উপজেলা সমবায় কর্মকর্তা মো: ফেরদৌস রহমান, আওয়ামীলীগ নেতা আলহাজ্ব শাহজামাল সিরাজী, আরিফুজ্জামান সরকার, নুরে আলম সানি আদিবাসী নেতা বাসুদেব রায় প্রমুখ উপস্থিত ছিলেন।