বেডরুমে সমকালের সাংবাদিক খুন
নিজস্ব সংবাদদাতা ঃ চুয়ডাঙ্গা জীবননগরে আবারো বেডরুমে ঢুকে আবু সায়েম (৩২) নামে এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় তার বাবাকেও ছুরিকাঘাত করে ঘাতক। এর আগে, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে ভাড়া বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের পিয়ারাতলা গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল বুধবার বিকেল ৪টার দিকে ঢাকা বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সায়েম।তিনি উপজেলার উথলী ইউনিয়নের পিয়ারাতলা গ্রামের আবুল খায়ের ওরফে বাচ্চু মোল্লার (৬০) ছেলে এবং দৈনিক সমকালের জীবননগর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।