বগুড়া জেলা পুলিশের বাৎসরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব সংবাদদাতা ঃ বগুড়া জেলা পুলিশের বাৎসরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে । বুধবার বগুড়া পুলিশ লাইন্স পাবলিক স্কুল এন্ড কলেজের ক্যম্পাসে জেলা পুলিশের উদ্যোগে এক ইফতার মাহফিল পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়ার শেরপুরে –ধুনট নির্বাচনী এলাকার সংসদ সদস্য হাবিবর রহমান । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশের রাজশাহী বিভাগের ডিআইজি ইকবাল বাহার চৌধুরি পিপিএম । আমন্ত্রিতদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বগুড়া জেলা ও দায়রা জজ মুহা আবু সাঈদ, নওগাঁ জেলা পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএম , পশ্চিমাঞ্চলিয় হাইওয়ে পুলিশের পুলিশ সুপার ঈস্রাফিল হালাদার ,জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মমতাজ উদ্দিন ,সাধারন সম্পাদক মজিবর রহমান মজনু,বগুড়া জেলা পরিষদের প্রশাসক ডা. মকবুল হোসেন, পৌর মেয়র এড.মাহবুবুর রহমান বগুড়া প্রেসক্লাবের সভাপতি যাহেদুর রহমান,জেলা বিএনপির সাধারন সম্পাদক জয়নাল আবেদীন চাঁন প্রমুখ। আরো উপস্থিত ছিলেন উর্ধতন সামরিক বেসরকারী প্রশাসন কর্মকর্তা বিভিন্ন রাজনৈতিক পেশাজীবি ও সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তা এবং বিশিষ্ট নাগরিক বৃন্দ । ইফতার মাহফিলের আগে দেশ ও জাতির উন্নতি কামনায় বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয় ।