বগুড়ায় ইসলামী ব্যাংক বড়গোলা শাখার ইফতার মাহফিল
বগুড়া সংবাদদাতা: ইসলামী ব্যাংক বগুড়া বড়গোলা শাখার অর্থনৈতিক জীবনে তাকওয়া ও সিয়ামের ভুমিকা শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল বুধবার ব্যাংক মিলনায়তনে ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বগুড়া জোন প্রধান মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলঅ চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা। বিশেষ অতিথি ছিলেন বগুড়া চেম্বারের সহ সভাপতি এনামুল হক দুলাল, ইসলামী ব্যাংক বগুড়া জোনের ভিপি শাহজাহান আলী,শাখা ব্যবস্থাপক আনিছুর রহমান প্রমুখ। প্রধান অলোচক ছিলেন দক্ষিণ বগুড়া বাইতুর রহম জামে মসজিদ ও ভাইপাগলা মাজার জামে মসজিদের খতিব আলহাজ্ব মাও.আব্দুস সালাম।