২০১৫ সালের জরিপসমীক্ষায় ইসরাইলে নিহত ২৩ ফিলিস্তিনি, অপহৃত ২১৫৬
আন্তর্জাতিক ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলি বাহিনী চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত অন্তত ২৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে। সেই সঙ্গে ২,১৫৬ জন ফিলিস্তিনি ইসরাইলি বাহিনীর হাতে অপহৃত হয়েছেন বলে ফিলিস্তিন লিবারেশন অরগেনাইজেশন বা পিএলও জানিয়েছে। রোববার প্রকাশিত এক প্রতিবেদনে পিএলও জানিয়েছে, চলতি বছরের প্রথম ছয় মাসে ইসরাইলি সেনারা সশস্ত্র অভিযান চালিয়ে ফিলিস্তিনিদের ১৩১টি বাড়ি ধ্বংস করেছে।ইসরাইলের ১৭টি কারাগার এবং আটক রাখার কেন্দ্রে ৭,০০০ ফিলিস্তিনি বিনা অভিযোগ বা বিচারে আটক রয়েছেন। এছাড়া, প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি বাহিনী গত বছরের প্রথম ছয় মাসে অন্তত ৪২ ফিলিস্তিনিকে হত্যা করেছ। গত বছর অবরুদ্ধ গাঁজা উপত্যকায় তেল আবিব সরকারের চাপিয়ে দেওয়া ৫০ দিনের অসম যুদ্ধে ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলায় ২,১৪০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং অপর ১১,১০০ জনেরও বেশি আহত হয়। নিহতদের বেশিভাগ বে-সামরিক নাগরিক। এছাড়া, যুদ্ধে প্রায় ১,৫০০ শিশু এতিম হয়েছেন বলে জাতিসংঘ জানিয়েছে। গত বছর ২০১৪ সালের জুলাই মাসের শুরুতে ইসরাইলি বাহিনী অবরুদ্ধ গাঁজা উপত্যকায় বর্বরোচিত হামলা শুরু করে এবং এতে গাজার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। মিশর সরকারের মধ্যস্থতায় গত বছরের আগস্টে এই অন্যায় যুদ্ধের পরিসমাপ্তি ঘটে।