পলাশবাড়ীতে জাসদের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে তৃণমূল পর্যায়ে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন
পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধি: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সনাতন ধারার রাজনৈতিক দল নয়। বাঙালীর জাতীয় মুক্তি ও স্বাধীনতা তথা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার ঐতিহাসিক জাতীয়তাবাদী সংগ্রামের গর্ভেই সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার চেতনাকে ধারণ করে সমাজ বিপ্লবের মাধ্যমে বৈজ্ঞানিক সমাজতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গিকার ঘোষণা করে ১৯৭২ সালের ৩১শে অক্টোবর জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এর জন্ম হয়। জন্মলগ্ন থেকেই জাসদ সমাজতান্ত্রিক লক্ষ্যাভিমুখে দেশের শোষিত-বঞ্চিত শ্রমজীবী-কর্মজীবী-পেশাজীবী তথা শ্রমিক কৃষক মেহনতি সাধারণ মানুষের রাজনৈতিক অধিকার এবং অর্থনৈতিক ও সামাজিক মুক্তির লক্ষ্যে আপোষহীন সংগ্রাম চালিয়ে আসছে। সমাজ বদলের লক্ষ্যে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের আদর্শকে ধারণ করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জাসদের পতাকা তলে সমাবেত হয়েছে এবং হচ্ছে। বর্তমানে জাসদ ক্ষমতাসীন ১৪দলীয় ঐক্য জোট সরকারের অন্যতম শরিক। দলটি ১৪ দলীয় ঐক্যজোট ভিত্তিক বিভিন্ন রাজনৈতিক কর্মসূচীতে অংশ গ্রহন করা ছাড়াও আবার দলের নিজস্ব ব্যানারে সমাজ বদলের লক্ষ্যকে সামনে রেখে মৌলবাদ, জঙ্গীবাদ, সাম্প্রদায়িকতা, দলবাজি ও দূর্নীতি প্রতিরোধে রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন কর্মসূচি পালন করছে। সারাদেশের ন্যায় পলাশবাড়ী উপজেলাতেও রাজনৈতিক অঙ্গনে মৌলবাদ, জঙ্গীবাদ, সাম্প্রদায়িকতা, দলবাজি ও দুর্নীতি প্রতিরোধে জাসদ সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছে। পলাশবাড়ী উপজেলা জাসদ নেতৃবৃন্দ ক্ষমতার স্বাদ তেমন না পেলেও তারা সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে তৃণমূল পর্যায়ে দলকে সংগঠিত করার দিকে মনোযোগ দিয়েছেন। ইতিমধ্য উপজেলার ৯টি ইউনিয়নে কমিটি গঠন শেষে সম্মেলনের মাধ্যমে প্রবীন রাজনৈতিক ব্যক্তিত্ব নুরুজ্জামান প্রধানকে সভাপতি ও আঃ জলিল সরকারকে সাধারন সম্পাদক করে একটি শক্তিশালী উপজেলা কমিটি গঠিত হয়েছে। উপজেলা জাসদের পক্ষ থেকে সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও বি¯ৃÍতি ঘটানোর জন্য সভা-সমাবেশ, মানববন্ধন কর্মসূচী বাস্তবায়নসহ দলীয় বক্তব্য সম্মিলিত অসংখ্য ব্যানার লটকানো হয়েছে উপজেলা শহর থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত। এসব ব্যানারে দলীয় বক্তব্যসহ শহীদ কর্ণেল আবু তাহের এবং জাসদ সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী জনাব হাসানুল হক ইনুর ছবি শোভা পাচ্ছে। এতে দলের ব্যাপক প্রচার ও প্রসার ঘটছে। আর এসব ব্যানার আকর্ষনীয় হওয়ায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের দৃষ্টি আকর্ষণ করছে। এছাড়াও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান ও সদস্য পদে জাসদের পক্ষ থেকে প্রার্থী মনোনয়নের কার্যক্রমও চলছে বলে উপজেলা জাসদ নেতৃবৃন্দ জানান।