পালমিরায় গণহত্যার ভিডিও প্রকাশ করেছে আইএস
আন্তর্জাতিক ডেস্ক : পালমিরা শহরে ২৫ সিরীয় সেনাকে হত্যার লোমহর্ষক ভিডিও প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের আলোচিত সশস্ত্র গোষ্ঠী ইসলামিক স্টেট। গত শনিবার প্রকাশিত ভিডিওতে দেখা যায়, আইএসের কিশোর যোদ্ধারা নগরীর প্রাচীন মুক্তমঞ্চে উপবিষ্ট ওই সেনাদের গুলি করে করছে। যদিও প্রত্য হত্যার দৃশ্য এতে যোগ করা হয়নি। গত ২১ মে পালমিরা দখলের সময় ওই সিরিয় সেনাদের বন্দি করা হয়েছিল। এর অল্প কিছুদিন পরেই তাদের হত্যা করা হয় বলে জানা যায়।ভিডিওতে দেখা যায়, মঞ্চে হাঁটু গেড়ে বসে আছেন ওই ২৫ সেনা। এ সময় সবুজ এবং বাদামি রংয়ের সামরিক পোশাক পরিহিত ওই সেনাদের হাত পিছমোড়া করে বাঁধা ছিল। এদের পিছনে রিভলভার হাতে দন্ডায়মান বাদামি ছাপার পোশাক পরা ২৫ শিশু-কিশোর । তাদের মাথা আচ্ছাদিত ছিল বাদামি পোশাক। তারা গুলি করার ভঙ্গিমায় থাকলেও সরাসরি হত্যার দৃশ্য এতে সংযোজন করা হয়নি।প্রকাশ্যে সেনা হত্যার এই আয়োজনটি উপভোগ করেন মঞ্চের আসনসারিতে বসে থাকা দর্শকরা। তাদের অনেকের হাতে তখন শোভা পাচ্ছিল আইএসের কালো সাদা পতাকা। পালমিরা দখলের পর ২শ জনের বেশি মানুষকে হত্যা করেছে আইএস। পালমিরার মঞ্চে এই গণহত্যার কথা প্রথমবারের মতো জানিয়েছিল যুক্তরাজ্যভিক্তিক পর্যবে গোষ্ঠী ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউমেন রাইটস’। আইএসের হাতে শহরটির পতন হওয়ার পর গত ২৭ মে তারা এই গণহত্যার কথা জানায়।